মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাজঘরে মাসুদ, বাবরকে জীবন দিলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

পঞ্চম দিনের শুরুতেই দলকে সাফল্য এনে দেন হাসান। ডানহাতি পেসারের বলে মাসুদের ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৩৭ বলে ২ চারে ১৪ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। এরপর বাবর আজমকেও ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে পরের ওভারে শরিফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়েছেন লিটন।

১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রানে ব্যাট করছে পাকিস্তান। ক্রিজে আছেন আবদুল্লাহ শফিক ও বাবর আজম।

এর আগে পাকিস্তানের ৬ উইকেটে করা ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রান তুলে ১১৭ রানের লিড নেয় বাংলাদেশ। ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন