খুলনা, বাংলাদেশ | ১৬ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৩
  অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ

খুলনায় শহীদ ৪ পরিবারকে নগদ ৮ লাখ দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনা সৈরাতন্ত্র চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু বাংলার ছাত্র জনতা তার এ চেষ্টাকে রুখে দিয়েছে। বিগত ১৫ বছরে গুম, খুন,হত্যাসহ নানা অত্যাচার চালিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি শনিবার দুপুরে খুলনার রূপসার দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমির মো. এমরান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ মাহফুজুর রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় শহীদ ৪ পরিবারকে ২ লাখ টাকা করে নগদ ৮ লাখ টাকা প্রদান করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!