রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনে শেষ বিকেলে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে বাংলাদেশ দল। কিন্তু আজ শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা।
এদিন প্রথম সেশনে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান যোগ করতেই ফেরেন ওপেনার জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তাকে সঙ্গ দিচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
টস হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। দলের হয়ে ২৩৯ বল মোকাবেলা করে ১১টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান।
২৬১ বল খেলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪১ রান করে আউট হয়ে যান সৌদ শাকিল। ৯৮ বলে ৪টি চার আর এক ছক্কায় ৫৬ রান করে ফেরেন সায়েম আইয়ুব। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
খুলনা গেজেট/এএজে