খুলনা, বাংলাদেশ | ১৬ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৩
  অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ

পাইকগাছায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

পাইকগাছা প্রতিনিধি

জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভদ্রা নদীর খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার ওয়াপদার বাঁধ ভেঙ্গে সেখানকার ২২ নং পোল্ডার এলাকা প্লাবিত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির পাশাপাশি ভেসে গেছে বহু মাছের ঘের ও আমনের বীজতলা।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২ টার দিকে জোয়ারে ভদ্রা নদীর অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশে আম্ফানের ক্ষতিগ্রস্ত প্রায় ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ (রাস্তা) ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। ভাঙ্গনে সেখানকার কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়েছে।

এতে সদ্য রোপণকৃত ধান ও বীজতলাসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানান।

দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানান, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ এমন পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!