খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

কেসিসি’র দায়িত্ব গ্রহণ করলেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর নিকট থেকে সোমবার (১৯ আগস্ট ) বিকেলে নগর ভবনে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে আজ স্থানীয় সরকার বিভাগের ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৭৯৭ নং প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ এবং ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৮০০ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

দায়িত্বভার গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো.মনজুর আলম, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো. হাসান হাসিবুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!