কয়েক ঘণ্টার ব্যবধানে চূড়ান্ত হয় ‘ফিনালিসিমার’ দুই প্রতিপক্ষের নাম। গত ১৪ জুলাই রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোল পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্পেন। সঙ্গে সঙ্গে ফিনালিসিমার প্রথম দল চূড়ান্ত হয়ে যায়। পরদিন অর্থাৎ গত ১৫ জুলাই সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এতে করে ফিনালিসিমার দ্বিতীয় দলও চূড়ান্ত হয়।
ফিফা বিশ্বকাপের পর ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো। এই দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়েই অনুষ্ঠিত হয় ‘ফিনালিসিমা’। যার সবশেষ চ্যাম্পিয়ন কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বজয়ী আর্জেন্টিনা।
দীর্ঘ এক যুগ পর ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবার নিয়ে মোট চারবার ইউরোপ সেরা হলো তারা, যা এ টুর্নামেন্টে সর্বোচ্চ। অন্যদিকে আর্জেন্টিনা রেকর্ড ১৬ বার ঘরে তুলেছে কোপার শিরোপা।
কনমেবল ও উয়েফা ইতোমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করে। এ টুর্নামেন্টের জন্য সম্ভাব্য তারিখ দেয়া ছিল ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। তবে ম্যাচটির ভেন্যু কোথায় হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুলের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, ম্যাচটির ভেন্যু হতে পারে আমেরিকা অথবা স্পেন। তবে আর্জেন্টিনা চাচ্ছে ম্যাচটি বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্টালে আয়োজন করতে। এর আগে ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হয় ফিনালিসিমার শেষ লড়াই।
যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল সাবেক ইউরো চ্যাম্পিয়ন ইতালি। সে ম্যাচে অবশ্য আর্জেন্টিনাই জয় পায়। ইতালিকে ৩-০ গোলে হারায় মেসি-ডি মারিয়ারা। যেটা ছিল ফিনালিসিমায় আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা।
ফিনালিসিমার তৃতীয় আসর ঘিরে ইতোমধ্যে ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। কেননা মহাদেশীয় দুই টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের।
কেননা মহাদেশীয় এ দুই টুর্নামেন্ট চলাকালে এ দু’জনের বেশকিছু ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ছোট্ট শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি। পাশেই ইয়ামালের মা। সে থেকে এ দুজনকে একে অপরের বিপক্ষে দেখার আগ্রহ জাগে ফুটবল ভক্তদের মনে।
সে ছবি ভাইরালের পরই ইয়ামাল জিতলেন তার প্রথম আন্তর্জাতিক ট্রফি। যেখানে স্পেনের হয়ে দারুণ ভূমিকাও ছিল এ কিশোরের। স্পেন-আর্জেন্টিনা দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করায়, তৈরি হয় মেসি-ইয়ামালকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখার।
খুলনা গেজেট/এমএম