শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হেরেছে ভারত। দল হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রোহিত শর্মা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সিরিজে দুটি ফিফটি পেয়েছিলেন ভারত অধিনায়ক। এমন ধারবাহিক ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র্যাংকিংয়েও।
আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন রোহিত। ৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন বাবর আজমের (৮২৪)। ৭৬৩ পয়েন্ট নিয়ে তিনে গিল। চতুর্থ স্থানে যৌথভাবে আছেন ভারতের বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই প্রথম চার স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ, অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও অ্যাডাম জ্যাম্পা এবং ভারতের কুলদিপ ইয়াদাভ। এক ধাপ এগিয়ে নামিবিয়ার বের্নার্ড শুলজ এখন পাঁচ নম্বরে।
১৭ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে দুনিথ ভেল্লালাগে। লঙ্কান এই বাঁহাতি স্পিনার প্রথম ওয়ানডেতে দুই উইকেট নেন। পরে তৃতীয় ম্যাচে পান ক্যারিয়ার সেরা ৫ উইকেট।
খুলনা গেজেট/এএজে