বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

প্রফেসর এস এ হাসিবের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বি‌শিষ্ট শিক্ষা‌বিদ, আযমখান সরকা‌রি কমার্স কলেজের সাবেক প্রিন্সিপাল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর এস এ হাসিব ইন্তেকাল করেছেন। ই‌ন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, তি‌নি বেশ কিছু‌দিন যাবৎ অসুস্থ ছি‌লেন। আজ সকা‌লে মিয়া পাড়াস্থ নিজ বাসভব‌নে ই‌ন্তেকাল ক‌রেন।

মরহুম প্রফেসর এস এ হাসিবের প্রথম নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ আসর সরকারী আযম খান কমার্স কলেজ ময়দানে এবং ২য় জানাজা বাদ এশা তাঁর মিয়া পাড়াস্থ বাসভবনের সম্মুখে অনু‌ষ্ঠিত হ‌বে।

দ্বিতীয় জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে মরহু‌মের দাফন সম্পন্ন হয়েছে।

প্রফেসর এস এ হা‌সি‌বের ই‌ন্তেকা‌লে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সা‌বেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন