দুই দিন আগে অনুশীনের সময় হাতে ব্যাথা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তবে ব্যাপারটিকে খুব একটা আমলে নেননি তিনি। চালিয়ে গেছেন অনুশীলন। কিন্তু বুধবার এ মিডফিল্ডার নিজেই দিলেন দুঃসংবাদ। এক্স-রে করার পর তিনি জানিয়েছেন, হাতের কব্জিতে চিড় ধরা পরেছে। এর ফলে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই তার।
কব্জির যে অবস্থা, তাতে ডাক্তার তিন সপ্তাহের বিশ্রাম নিতে বলেছে মামুনুলকে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘হাতে ব্যথা পাওয়ার পরও অনুশীলন করেছি। এখন চিড় ধরা পরায় ডাক্তার তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে।’
এদিকে চলতি মাসে নেপালের বিপক্ষে ঘরের মাঠে দুটি ম্যাচেই যে মামুনুল খেলতে পারছেন না তা নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে, ‘ওর কব্জির হাড় ভেঙে গেছে। হাতে প্লাস্টার নিয়ে তো খেলা সম্ভব নয়। তাকে ছাড়াই দল গোছাতে হবে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ থাকা দেশের ফুটবল মাঠে ফিরবে। কিন্তু ঐ দুটি ম্যাচে মামুনুলকে পাচ্ছে না লাল-সবুজ প্রতিনিধিরা।
খুলনা গেজেট/এএমআর