সরকারের পদত্যাগের একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে খুলনায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা।
এসময় আন্দোলনকারীদের দফায় দফায় মিছিল ও বিক্ষোভ করতে দেখা যায়। আটকে দেওয়া হয়েছে মোড়ের চতুর্দিকের চলাচলের পথ। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে শিববাড়ি মোড়। এসময় আন্দোলনকারীদের ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, – সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল ১১ টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নগরীর শিববাড়ির দিকে যাত্রা করে।
মিছিলটি যখন নগরীর সোনাডাঙ্গা মোড় এলাকায় আসে তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাদেরকে সাহায্য করে।
খুলনা গেজেট/এএজে