বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনা মহানগর তাঁতী দলের ৩৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর তাঁতীদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে থানা, ওয়ার্ড কমিটি প্রতিনিধি সভা করে মহানগরের কমিটির সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে কমিটির কোন কার্যকারিতা থাকবে না। গত ২৩ মার্চ এ কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অনুমোদিত কমিটি গণমাধ্যমে পাঠানো হয়।

কমিটিতে মোঃ আবু সাঈদ শেখকে আহবায়ক এবং মোহাম্মদ শাহ আলমকে সদস্য সচিব করা হয়েছে। এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে, রিয়াজুর রহমান, এড. মোঃ আসলাম, সৈয়দ গাজী, শেখ মারুফুর রহমান, রাইন আল-রাইনিন লিটন, দেলোয়ার হোসেন মাতুব্বর, মনিরুজ্জামান সেলিম, নুরুল আমিন শেখ নান্নু, মুক্তার হোসেন।

কমিটির সদস্যরা হলেন, নিঘাত সীমা, এড. সৈয়দ মনিরুজ্জামান, মোঃ মাসুম, লিটন হাওলাদার, রাজিব হোসেন, মোঃ জাহিদ, মোঃ নাজমুল হোসেন, মোল্লা সোহরাব হোসেন, খাজা উদ্দিন খাজা, মোঃ সিরাজুল ইসলাম বাবলু, এখলাস মোড়ল, মোঃ আমিনুর, সেজান আহমেদ, মোসা: আকলিমা খাতুন, মাসুম হোসেন, মোঃ সোহেল মোল্লা, মোঃ আসিফ ইকবাল, তমিজউদ্দিন মোল্লা, মোঃ শাহিন, মোঃ ইদ্রিস হোসেন, মোঃ নুর মিয়া, মোঃ মোঃ আসাদ, মোঃ আলমগীর হোসেন রাজা, মোঃ মোস্তফা আজাদ নান্না ও মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন