বিশেষ ক্ষমতা আইন এর ক্ষমতাবলে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন দেশে কোটা আন্দোলনের ফলে উদ্ভুত চলমান সহিংস পরিস্থিতি থেকে জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সরকারি সম্পত্তি ও স্থাপনার নিরাপত্তা বিধান এবং শান্তি শৃঙ্খলা ও জনশৃঙ্খলারক্ষার্থে খুলনা জেলার নয়টি উপজেলার অধিক্ষেত্রে কারফিউ (সান্ধ্য আইন) জারি করেছেন।
এই কারফিউ ৩১ জুলাই রাত ১০টা থেকে ১ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে। ১ আগস্ট সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ১ আগস্ট রাত ১০টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
জরুরি মানবিক প্রয়োজন ও পরিষেবাসমূহ কারফিউ এর আওতামুক্ত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পর্কিত জনবল ও যানবাহন; খাদ্যদ্রব্য ও খাদ্যপণ্য বহনকারী যানবাহন ও জনবল; হাসপাতাল, এ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত সকল জনবল ও যানবাহন; জ্বালানি পরিবহনের সাথে সম্পৃক্ত যানবাহন ও জনবল; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আওতাধীন সকল যানবাহন ও জনবল; জরুরি পরিষেবার সাথে সম্পৃক্ত সকল জনবল ও যানবাহন এবং একান্ত জরুরি মানবিক প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা অথবা তাঁর মনোনীত প্রতিনিধি কর্তৃক ইস্যুকৃত কারফিউ পাসধারী ব্যক্তি এর আওতামুক্ত থাকবে।
এ আদেশ লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে