খুলনা, বাংলাদেশ | ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি চেয়ারম্যান মো. নঈম সেন্টুকে গুলি করে হত্যা
  জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা : শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
  ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণু হত্যা মামলার রায় ঘোষণা আজ
  এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৯ অক্টোবর

ছাত্রদের ছাড়িয়ে নিতে থানায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে খুলনা সদর থানায় অবস্থান করছেন শিক্ষকরা। বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে ৩ জন সহকারি ছাত্র বিষয়ক পরিচালক থানায় যান। পরে তাদের সঙ্গে বিভিন্ন ডিসিপ্লিনের আরও শিক্ষকরা। রাত সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষকরা থানায় অবস্থান করছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন জানান, দুপুরে শিক্ষার্থীদের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে সদর থানা পুলিশ আটক করেছে। তারা ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। ছাত্রদের ছাড়িয়ে আনতে প্রশাসনের সঙ্গে আমি কথা বলি এবং ৩ জন সহকারী পরিচালককে সেখানে পাঠিয়েছি।

রাত সাড়ে ৭টায় সহকারি ছাত্র বিষয়ক পরিচালক মো. সোহেল পারভেজ বলেন, বিকাল ৬টার দিকে থানায় আসার পর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। প্রথমে তারা জানায় আগে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে হবে, পরে ছাড়া হবে। পরে তারা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে বলে। ভোটার আইডি কার্ড আনতে দেরি হওয়ায় ছাড়তে দেরি হচ্ছে। আমাদের সঙ্গে বিভিন্ন ডিসিপ্লিনের আরও অনেক শিক্ষক রয়েছেন।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!