সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার রূপসায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসার ইলাইপুরে আজিম (৩) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ইলাইপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার ফকিরের একমাত্র শিশুপুত্র আজিমকে খুজে পাওয়া যাচ্ছিলনা।

পরবর্তীতে অনেক খোজাখুজির পর আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে তিলক সিএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যুর ঘটনায় তাদের পরবারের ভিতর শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এমবিএইচ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন