Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৬ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে রোববার ৫৬টি নমুনা পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার এই ল্যাবে তিন জেলার মোট ১৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনাগুলোর মধ্যে ১৩৬টি নেগেটিভ ফলাফল দেয়।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে যশোর জেলার ৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টিকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। এছাড়া এদিন মাগুরার ২২টি নমুনা পরীক্ষা করে নয়টি এবং সাতক্ষীরার ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৬টি পজিটিভ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ড. শিরিন।

যশোরের যে ৩১টি নমুনা পজিটিভ হয়েছে, তার মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ, তা এখনো জানা যায়নি। যাচাই-বাছাই শেষে স্বাস্থ্য বিভাগ নতুন আক্রান্ত ব্যক্তিদের তালিকা দেবে স্থানীয় প্রশাসনকে। তারা সংশ্লিষ্ট বাড়ি লকডাউনসহ অন্যান্য পদক্ষেপ নেবে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল এক হাজার ২২৫। পরবর্তী ২৪ ঘণ্টায় বেশ কিছু ব্যক্তি আক্রান্ত হলেও হিসেব আপডেট করা হয়নি। শুক্রবার পর্যন্ত সরকারি হিসেবে যশোরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ১৭। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২৮ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন