বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, হাউজ ব্লিডিংয়ের ডিজিএমের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও বাবার নামে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ এবং সেই সনদে চাকরি নেওয়ায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)এম এম জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদি হয়ে খুলনায় মামলাটি দায়ের করেন।

আশিকুর রহমান জানান, জামিল আহমেদ ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাত করেছেন। যা দুর্নীত প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন