বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মিনু মমতাজের একক কাব্যগ্রন্থ ‘আল্লাহু আকবর’-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

কবি মিনু মমতাজের একক কাব্যগ্রন্থ ‘আল্লাহু আকবর’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে মঙ্গলবার ৩ নভেম্বর। তন্ময় প্রকাশনী কর্তৃক এম সিকিউরিটিস লিমিটেড, খুলনার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইয়াহইয়া আকতার।

প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিনা বুলবুল, অ্যাডভোকেট তাসলিমা খাতুন ছন্দা, এম সিকিউরিটিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজম চৌধুরী, অধ্যাপক শেখ দিদারুল আলম ও কবি মুর্শিদা আক্তার রনি। কাব্যগ্রন্থটির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপিকা সুরাইয়া বেগম, ওয়াজির আলী মোড়ল, সৈয়দ আলী হাকিম, অধ্যাপক ঐশীদেব রায়, অধ্যাপিকা নাদিয়া মাহমুদ, শারমিন আক্তার ময়না প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়লা আজাদ, শেখ হেমায়েতুল ইসলাম, কবি মহিদুল ইসলাম, শাহানা রহমান লাবলী, জিনিয়া রহমান শেলী, শিরিন রহমান রাণীসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তন্ময় প্রকাশনীর উপদেষ্টা অধ্যাপক আমিন মোঃ মনজুর মোর্শেদ এবং সঞ্চালনায় ছিলেন কবি অধ্যাপিকা মিনু মমতাজ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন