সারাদেশে নিহত ছয়জনের স্মরণে খুলনায় গায়েবানা জানাযা নামাজ আদায় করেছে খুলনা বিএনপি। বুধবার দুপুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্ব আলোচনায় বিএনপি নেতারা বলেন, সরকার ছাত্রদের যৌক্তিক আন্দোলনে কার্যকরী ভূমিকার পরিবর্তে ঠান্ডা মাথায় বল প্রয়োগ করছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও গুলি বর্ষণ করে ৬ জনকে হত্যা করেছে। সরকারের উচ্চমহল থেকে ছাত্রলীগকে আন্দোলন মোকাবিলার নির্দেশ দিয়েছে।
বক্তারা বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী যে ভূমিকা পালন করেছিল, আজ আওয়ামী লীগ তা করছে। স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয় বন্ধ করে ছাত্রদের আন্দোলন দমানো যাবে না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আঃ রহমান, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবীর, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, মনিরুজ্জামান মন্টু, আ. রাজ্জাক, নাজির উদ্দিন নান্নু, অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, নেহিবুল হাসান নেহিম, এবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন প্রমূখ।
খুলনা গেজেট/এইচ