সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার (১৪ জুলাই) জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।
এই স্মারকলিপিতে তারা জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে তাদের দাবি পূরণের জন্য আলোচনার দাবি জানিয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমান কোটা ব্যবস্থা অন্যায় ও বৈষম্যমূলক। তারা মনে করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া উচিত।