সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলো খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘খুলনা গেজেট’।
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিক কোন কর্মসূচি না থাকলেও শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সম্পাদক ও বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা গেজেট কার্যালয়ে আসেন। তাঁর গেজেট পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম সকল নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় কৌশিক দে বাপী, মো. মিলন, ফাতেমা আক্তার জ্যোতি উপস্থিত ছিলেন।
পৃথকভাবে শুভেচ্ছা জানান খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি (কেটিআরইউ), খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (কেসিআরএ) , বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দেশ সংযোগ সম্পাদক মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কেইউজের সভাপতি মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, কেটিআরইউ সভাপতি বাবুল আকতার, সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, সাংবাদিক নেতা মো. আমিরুল ইসলাম, নেয়ামুল হোসেন কচি, উত্তম কুমার সরকার, হাসান আল মামুন, আরিফুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
শুভেচ্ছা জানান খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশসেনের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক আহম্মদ মুসা রঞ্জু, দৈনিক সময়ের খবরের জেষ্ঠ্য প্রতিবেদক মো. আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম।
খুলনা গেজেট/কেডি