খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

নেপালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

আগের দুইবারের লড়াইয়ে নেপালের কাছে হারই সঙ্গী ছিল বাংলাদেশের। সেই দুটি ম্যাচে হারের দুঃস্মৃতি জেমি ডের শিষ্যরা এখনও ভোলেননি। তাই ঢাকায় আগামী ১৩ ও ১৭ নভেম্বরের দুটি ম্যাচকে সামনে রেখে ঝলসে উঠতে চায় পুরো বাংলাদেশ দল। তাই ম্যাচ দুটিকে ঘিরে জয়ের লক্ষ্য অধিনায়ক জামাল ভূঁইয়ারও। দীর্ঘ সময় খেলার বাইরে থেকে সোজা আন্তর্জাতিক ফুটবলে ফেরা ব্যাপারটা মোটেও সহজ নয়। আন্তর্জাতিক ফুটবলে ভালো করার পূর্বশর্তই ফিটনেস। সেটি বাড়তি পরিশ্রম করে আগের অবস্থান ফিরিয়ে আনার ব্যাপারে সব থেকে বেশী গুরুত্ব দিচ্ছেন ফুটবলাররা।

ফিটনেসের পাশাপাশি সর্বশেষ নেপালের বিপক্ষে ম্যাচের ফলাফল নিয়েও ভাবছেন দলের অধিনায়ক জামাল ভূইয়া। ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ২-০ গোলে হারের স্মৃতি অনেক দিনই তাড়িয়ে বেড়াবে বাংলাদেশকে। তবে গত ডিসেম্বরে সিংহভাগ জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কাঠমান্ডুর এসএ গেমসে নেপালের কাছে হেরেই ফাইনালে উঠতে পারেনি। নেপাল তাই দুশ্চিন্তায় ফেলছে জামালকে।

নেপালের বিপক্ষে আগের দুটি ম্যাচে ছিলেন এই মিডফিল্ডার। সেই হারের কথা এখনও শুনতে হয় তাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে জামাল ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশ দল জয়ের জন্য ক্ষুধার্ত। সবাই বলছে নেপালের কাছে তোমরা দুইবার হেরেছো..এটা কী। তাই বিষয়টা খেলোয়াড়দের মাথায়ও আছে। সবাই জিততে চায়, তাই আমাদের জিততেই হবে।’
দলে নতুন আসা ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান সম্পর্কে জামালের মূল্যায়ন, ‘তারিক দলে নতুন। তবে তার দলে আসায় আত্মবিশ্বাস আরও বাড়বে। দলে নতুন বলে সে একটু সংকোচবোধ করে, কিন্তু সে ভালো করছে।’

অনুশীলনে ওয়ার্মআপের পর তিন গ্রুপে বিভক্ত হয়ে জামাল-জীবনরা ম্যাচ খেলেছে। সেখানে অবশ্য অনেককেই একটু বেশি ঘাম ঝরাতে হয়েছে। তাই জামাল বলেছেন, ‘সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট নয়। আজকে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। তাই আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!