শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

জিলা স্কুল এক্স স্টুডেন্ট চ্যাম্পিয়ন লীগের সেমিফাইনালে বি-লাক ওয়ারিয়র্স ও সিক্স স্যাভেজ

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জিলা স্কুল মাঠে চলছে খুলনা জিলা স্কুল এসএসসি ব্যাচ ২০১৪-২০২০ এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়ন্স লীগ-২০২০ টুর্নামেন্ট।

টুর্নামেন্ট এর প্রথমদিনের কোয়ার্টার ফাইনালে ব্যাচ ২০১৯ এর টিম রাইজিং সকার স্টার্স কে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে ২০১৬ এর টিম বি-লাক ওয়ারিয়র্স এবং ২য় কোয়ার্টার ফাইনালে ২০১৯ ব্যাচের ডেট্রয়েট ফ্যাল্কনকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে ২০২০ ব্যাচের টীম সিক্স স্যাভেজ।

১ম খেলায় বি-লাক ওয়ারিয়র্স এর গালিব এবং ২য় খেলায় সিক্স স্যাভেজ এর তহমিম ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।ম্যান অব দি ম্যাচের হাতে ক্রেস্ট তুলে দেন ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী খুলনা জজ কোর্টের এপিপি এডভোকেট সাজ্জাদ আলী এবং ২০০৭ ব্যাচের শিক্ষার্থী ইয়াসির তালুকদার,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানভীর বারী হামিম ও কো-চেয়ারম্যান হাসানুল সাকী।

এ ছাড়াও উপস্হিত ছিলেন টূর্নামেন্ট কমিটির সদস্য জহুরুল তানভীর, আব্দুল্লাহ সাদাফ ইমতিয়াজ প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন