শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

নবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদে রামপালের গিলাতলায় বিক্ষোভ

রামপাল প্রতিনিধি

রামপালের গিলাতলা বাজারে সোমবার বিকাল ৫ টায় নবী করিম (সাঃ) কে ফ্রান্স সরকার কর্তৃক অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গিলাতলা যুবসমাজ ও স্থানীয় ইমামগণের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাশতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, হাওলাদার আবু তালেব, মাওলানা জেহাদুজ্জামান, মুফতি হাফিজুর রহমান, হাফেজ শাহিনূর রহমান, হাফেজ ইখলাসুর রহমান, হাফেজ আবু হুরাইরা, হাফেজ মো. লিয়াকত আলী, হাফেজ মো. শাহ জালাল, মো. রাসেল গাজী, মো. রাজীবুর রহমান লিটন প্রমুখ।

বক্তাগণ বলেন, ফ্রান্সের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন, ফ্রান্সের পণ্য বর্জন ও রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন