মিরপুরে হাই পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে রয়েছে আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বাধীন ‘এ’ দল। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে নাঈম শেখের নেতৃত্বাধীন ‘বি’ দলের বিপক্ষে ৪০৬ রানের পাহাড় জড়ো করেছে ‘এ’ দল, এখনো ইতি ঘটেনি ইনিংসের। আকবরের সেঞ্চুরি, শামীম ঝড়ে ‘এ’ দলের রান পাহাড়
প্রথমে ব্যাট করতে নামে আফিফ হোসেন ধ্রুবর নেতৃত্বাধীন ‘এ’ দল। রেজাউর রহমান রাজা ও শরিফুল ইসলাম শুরুতেই দলকে এনে দেন সাফল্য। তানজিদ হাসান তামিম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩০ ও অধিনায়ক আফিফ ১২ রান করে সাজঘরে ফেরেন।
তবে বিপর্যয় সামাল দেন শাহাদাত হোসেন দিপু ও আকবর আলি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দুই তরুণ দেখেশুনে খেলে উইকেটে সেট হওয়ার পর চড়াও হন ‘বি দলের বোলারদের উপর। যদিও শতকের কাছে পৌঁছে নোমান চৌধুরী সাগরের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ১৪ চার হাঁকানো দিপুকে। বিদায়ের আগে ৯৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি।
দিপু বিদায় নিলেও শতক পূর্ণ করেন আকবর। ১৪টি চার ও ২টি ছক্কায় ১৩৭ বলে ১০০ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। মারকুটে ব্যাটিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। যদিও দিনের খেলা শেষ করতে পারেননি কেউই। আকবর ১৩৬ ও শামীম ৬৭ রান করে সাজঘরে ফেরেন। দুইজনকেই সাজঘরে ফেরান শাহীন আলম। আকবর হাঁকান ২০টি চার ও ২টি ছক্কা। শামীম ছিলেন রীতিমত বিধ্বংসী। ৮টি চার ও ৩টি ছক্কায় ৪৬ বলেই সাজান ইনিংস, যার ৫০ রানই বাউন্ডারি থেকে।
শেষপর্যন্ত ৭ উইকেটে ৪০৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে ‘এ’ দল। ‘বি’ দলের পক্ষে রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম ও শাহীন আলম দুটি করে উইকেট শিকার করেন।
খুলনা গেজেট/এএমআর