বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাটলেটিক্স প্রতিযোগিতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল ফকির ট্রিপল জাম্পে স্বর্ণপদক জয়ী এবং লং জাম্পে রৌপ্য পদক জয়ী হয়েছেন।
২৭ জুন হতে ২৯ জুন ২০২৪ তিন দিব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬টি দেশ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলো হলোঃ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। ৭টি দেশ ও ২৮ টি সংস্থার ৪ শতাধিক অ্যাথলেট আন্তর্জাতিক উম্মুক্ত এ অ্যাটলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
হেলাল ফকিরের বাড়ি আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামে। হেলাল ফকির খানজাহান আলী সাংবাদিক ইউনিটের ক্রীড়া সম্পাদক। এ বছরের শুরুতে থাইল্যান্ডের চ্যাংমাই প্রদেশের চ্যাংমাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক ওপেন মাস্টার্স গেমসে অংশগ্রহণ করে তিনি হাইজাম্পে স্বর্ণপদক এবং ট্রিপল জাম্পে রৌপ্য স্বর্ণপদক পেয়ে ব্যক্তিগত কৃতিত্বসহ দেশের সুনাম অর্জন করেন।
মোঃ হেলাল ফকির জয়ের এ ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এ জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।
খুলনা গেজেট/এনএম