খুলনা, বাংলাদেশ | ১৬ আষাঢ়, ১৪৩১ | ৩০ জুন, ২০২৪

Breaking News

  জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে বাজেট পাস আজ
  আগামি বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি
  দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

যে কারণে চারে ব্যাট করলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক

মূলত লেগ স্পিন দিয়েই একাদশে জায়গা ধরে রেখেছেন রিশাদ হোসেন। তবে ব্যাট হাতেও বড় শট খেলার সামর্থ্য আছে তার। বিশেষ করে স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে স্বাছন্দ্যবোধ করেন তিনি। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চারে নামানো হয়েছিল তাকে, এমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্ত।

৫৮ রানে দুই ওপেনারকে হারানোর পর রিশাদ হোসেনকে চারে নামিয়ে বড় চমকই দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই তরুণ ব্যাটার। মূলত রানের গতি বাড়াতেই রিশাদকে ফ্রি লাইসেন্স দিয়ে উইকেটে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু তিনি টিকতে পারলেন কেবল ৪ বল। ২ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে শর্ট থার্ডে ধরা পড়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল, তবে একটু ধীর। এরপরও কিন্তু আমাদের অন্তত ১৭০ করা উচিত ছিল। এমন দলের বিপক্ষে আমাদের জুয়া খেলা উচিত ছিল, স্পিনারদের মোকাবেলা করতে চারে নামানো হয় রিশাদকে, সে একজন বিগ-হিটার কিন্তু আজ সুযোগ কাজে লাগাতে পারেনি।’

দলের হয়ে আজ সর্বোচ্চ রান এসেছে শান্তর ব্যাট থেকে। টানা অফফর্মে থাকা শান্ত খোলসে ছেড়ে বেরোতে লড়েছেন। ৩৬ বলে খেলেছেন ৪১ রানের ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘আমি এখন পর্যন্ত ঠিকই আছি, এখানে খেলা উপভোগ করছি এবং মনে করি আমি আরও কিছু করতে পারি।’

শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অজিরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!