মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে মিলল দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক

সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) ভোর সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে হয়নি টস।

বাংলাদেশ সময় সকাল ৬টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়।

২০০৭ সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যর্থতায় হতাশায় পুড়েছে ভক্তরা। এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে। কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন