সাবিনা-কৃষ্ণাদের অপেক্ষা অবশেষে ফুরাচ্ছে। করোনাভাইরাসের থাবায় বন্ধ থাকা মেয়েদের লিগ আগামী শনিবার পুনরায় শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশের খেলাধুলা। পরে বাফুফে ছেলেদের ২০১৯-২০ মৌসুম বাতিল করে দিলেও মেয়েদের লিগ শেষ করা নিয়ে আশাবাদী ছিল। রোববার বাফুফে জানিয়েছে, আগামী ৭ নভেম্বর মাঠে গড়াচ্ছে মেয়েদের লিগ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পুনরায় শুরু হওয়া লিগে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও উত্তর বঙ্গ। বেলা ৩টায় হবে ম্যাচটি।
মার্চে স্থগিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বসুন্ধরা কিংস। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল উত্তর বঙ্গ।
স্থবির হয়ে থাকা দেশের ফুটবল মাঠে ফিরছে এ মাসেই। মেয়েদের লিগ শুরুর পর আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলেছে ছেলেদের জাতীয় দল।
খুলনা গেজেট/এএমআর