টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৬তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-আয়ারল্যান্ড। রোববার যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আইরিশরা।
ইনিংসের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড ক্রিকেট দল।
এই ম্যাচের আগেই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের। তাদের হারিয়ে বিশ্বকাপের নবম আসরে কোয়াটার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র।
পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে বিশ্বকাপের সহ স্বাগতিক যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের আগেই ছিটকে যায়। তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে। আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলছে।
অন্যদিকে আয়ারল্যান্ড ক্রিকেট দল ভারত ও কানাডার বিপক্ষে হেরে কোয়াটার ফাইনালের আগেই ছিটকে যায়। তৃতীয় ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে পাঁচ দলের মধ্যে সবার নিচে পড়ে আছে আয়ারল্যান্ড। আজ নিজেদের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আসর শেষ করতে চায় আইরিশরা।
খুলনা গেজেট/এএজে