বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় হাসপাতা‌লে কর্মরত‌দের ম‌ধ্যে ঈদ উপহার বিতরণ

কয়রা প্রতি‌নি‌ধি

খুলনার কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে কর্মরত‌দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপু‌রে হাসপাতা‌ল মিলনায়ত‌নে উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ ক‌রেন।

এসময় কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের বি‌ভিন্ন প‌দে কর্মরত একশত জন ব‌্যক্তি‌কে সেমাই, নুডুলস, চিপসসহ অন‌্যান‌্য সামগ্রীর ঈদ উপহার প‌্যা‌কেজ প্রদান করা হয়।

জানা যায়, খুলনার কয়রা উপজেলায় উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা হি‌সে‌বে ডা. মোহাম্মদ রেজাউল ক‌রিম যোগদা‌নের পর থে‌কে কর্মরত কর্মকর্তা-কর্মচারী‌দের একে অপ‌রের প্রতি হৃদ্যতা বাড়াতে ও সেবার মান উন্নয়নে নানা ধরনের ব্যতিক্রমী কার্যক্রম করছেন। বিগত তিনটি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন দিবস জাঁকজমকভাবে পালনের পাশাপাশি হাসপাতালের অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।

 

খুলনা গেজেট/তরিকুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন