সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নবগঠিত দিঘলিয়া প্রেসক্লাবের প্রথম সভা

দিঘলিয়া প্রতিনিধি

নবগঠিত দিঘলিয়া প্রেসক্লাবের প্রথম সভা শনিবার বিকাল ৫ টায় উপজেলা সদর চৌরাস্তার মোড় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ একরামুল হোসেন লিপু এতে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকনের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন শেখ মনিরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মোড়ল, এম এ রিয়াজ কচি, শাহারিয়ার নাজিম, কাজী রফিকুল ইসলাম, নাহিদ জুম্মান জেড, মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ হাফিজুর রহমান, কিশোর কুমার দে, শেখ রবিউল ইসলাম রাজিব, এস এম সাজ্জাদ হোসেন, রাজিবুল রেজোয়ান, রোদোয়ান হোসেন হামিম, বিয়েল হোসেন প্রমুখ।

সভায় পরবর্তী সভায় ক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন, নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের সদস্য সম্পর্কে জনৈক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ ছাড়াও সভায় দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেমের মায়ের সুস্থতা কামনা করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন