মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তানজিম সাকিবের জোড়া আঘাত, দারুণ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

এক ছক্কা ও এক চারের মারে শুরুতেই ঝড় তোলার আভাস দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তানজিম সাকিব। শুরুতেই দলকে ব্রেকথ্রু এনে দিলেন তরুণ এই পেসার।

নিজের কোটার দ্বিতীয় তথা ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পেলেন তানজিম সাকিব। সরাসরি স্টাম্প ভাঙলেন কুইন্টন ডি ককের। টাইগার পেসারের জোড়া আঘাতে শুরুতেই বিপাকে দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৯ রান।

খুলনা গেজেট/এএজে

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন