খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে দুই শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

দক্ষিণ আফ্রিকাকে হারাতে বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কুম্বলে

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ ২ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে বড় অবদান ছিল লিটন দাসের। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লিটনের পারফরম্যান্স ব্যবধান গড়ে দিতে পারে বলে মনে করেন অনিল কুম্বলে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ বলে ৩৬ রান করেছিলেন লিটন। তবে লো স্কোরিং ম্যাচে সেটা ছিল দারুণ কার্যকরী। আজকের ম্যাচে লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কুম্বলে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।’

এ ছাড়া শান্ত এবং সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে, ‘শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।’

বাংলাদেশের বোলারদের নিয়ে কুম্বলে বলেন, ‘গেল ম্যাচে তাসকিন-মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লে’তে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশী উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।’

‘আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল।’-যোগ করেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!