খুলনা, বাংলাদেশ | ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

খুবির প্রকল্প পরিচালক হাসানুজ্জামানের বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) রাতে নিরালা তাবলীগ মসজিদ সংলগ্ন ২৬৭/১শেরেবাংলা রোডের তিনতলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

খুবির প্রকল্প পরিচালক হাসানুজ্জামান বলেন, রোববার রাত ১০ টার পর আমার স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে বাসায় এসে দরজা খুলতে পারছিল না। তখন সে দেখে দরজা ভিতর দিক থেকে দেওয়া। আমার স্ত্রীর ভাই ও স্থানীয়রা পাশের নির্মানাধীন ভবনে গিয়ে আমাদের বাসার জানালার গ্রিল কাটা দেখতে পায়। আমি তখন বাইরে ছিলাম। পরে সবাই ঘরে ডুকে দেখতে পায় রুমের মধ্যে কাপড় চোপড় সব ছড়ানো ছিটানো। আনুমানিক সাড়ে ৩ ভরি স্বর্ণের অলংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

তিনি জানান, বাড়ির মালিক কেএমপির সিটিএসবি শাখার অবসরপ্রাপ্ত দারোগা রেজাউল। তিনি এ তিনি বর্তমানে হজ্ব পালনের জন্য সৌদি আরবে আছেন। বাড়িওয়ালা এ বাড়িতে থাকেন না। হরিণটানায় তার অন্যবাড়িতে থাকেন।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, চুরির ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!