বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দিদারুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(৫জুন) বিকেলে উপজেলার খর্ণিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া এলাকার মৃত সাত্তার শেখের ছেলে দিদারুল শেখ বিকেলে বাড়ির পাশে একটি আম গাছে আম পাড়তে উঠে। এ সময় হঠাৎ বজ্রপাতে আচমকা গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন