বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় প্রথম চার ঘন্টায় ভোট প‌ড়ে‌ছে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের চতুর্থ ধাপে খুলনার রূপসা উপজেলায় আজ বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বে‌শি পাওয়া যায়।

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ও বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।

ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু কিছু স্থানে রয়েছে সারিবদ্ধ লাইন। এছাড়া বেশির ভাগ কেন্দ্রগুলোই ফাঁকা। এছাড়া ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের টেন্ট বসানো হলেও সেখানে তেমন ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন তারা। রূপসার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা ৪৫ মিনিটে দেখা যায় মা‌ঠে কোন সা‌রি নেই, দুই একজন এসে ভোট দি‌য়ে চলে যা‌চ্ছে। ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও নৈহা‌টি মাধ‌্যমিক বিদ্যালয় কে‌ন্দ্রেও একই অবস্থা দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত নৈহা‌টি মাধ‌্যমিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে ৬ শতাংশ ভোট প‌ড়ে।

এদি‌কে, অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে ফাঁকা ভোট কেন্দ্রর ফুটেজ নিতে দেখ‌লে সাংবাদিকদের উপর ক্ষেপে যাচ্ছেন পু‌লিশ। বঙ্গবন্ধু কলেজ কে‌ন্দ্রে সকাল দশটার দি‌কে স্থানীয় সাংবা‌দিকরা মা‌ঠের ফু‌টেজ সংগ্রহ কর‌তে গে‌লে দা‌য়িত্বপ্রাপ্ত পু‌লিশ বাঁধা দেয় ও ক্ষে‌পে ও‌ঠে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রূপসা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন।

রূপসা উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার ও সহকারী রিটা‌র্নিং অ‌ফিসার জান্নাতুল ইসলাম ব‌লেন, শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌চ্ছে। রূপসায় সকাল ১০ টা পর্যন্ত ৬ দশ‌মিক ৮১ শতাংশ ও ১২টা পর্যন্ত ১৮ দশ‌মিক ৯৭ শতাংশ ভোট প‌ড়ে‌ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন