পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার আয়োজনে মঙ্গলবার (৪ জুন ) বেলা ১১টায় খুলনার দৌলতপুরে সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস-২০২৪’ উপলক্ষে খুলনার পরিবেশবাদী নাগরিক সংগঠন পরিবেশ সুরক্ষা মঞ্চ এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার, পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুশাসনের জন্য নাগরিক সুজনের খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসন বাবলু, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন, জেবা ইসলাম, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আশিকুর রহমানসহ স্কুলের শিক্ষার্থীরা।
সংগঠনের লিপলেট পাঠ করেন অত্র স্কুলের সাবেক ছাত্র ইসমাইল হোসেন নাঈম।
১২০ জন শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ এবং ১০টি চারা স্কুল প্রাঙ্গণে রোপন করা হয়। পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা মঞ্চ এ কর্মসূচী পালন করে।
খুলনা গেজেট/এএজে