আমি চরে যেতে চাই
ধুধু বালুচরে তপ্ত বালিকণার স্পর্শ পেতে চাই
আমি জনমানবহীন এমন একটি বালুচরে যেতে চাই,
যেখানে মিলবে ভালোবাসার খোঁজ
পাখিরাও ফিরে যাবে নীড়ে
শান্তির সুবাতাস বইবে পুরো চর জুড়ে,
মেঘেরাও থমকে যাবে ,যাবেনা ভেসে ভেসে
বৃষ্টি যেন না ঝরে পড়ে প্রেমিক প্রেমিকার হৃদয়ে
হোক না প্রেমময় ভালোবাসায় রচিত ভালোবাসার চর।
জনমানবহীন সেই চরে
বেশ কথা হবে চোখে চোখ রেখে,
কথা মালায় হারিয়ে যাবে অব্যক্ত কস্ট
যা ছিল অবর্ণনীয় অনন্তকাল ধরে।
খুলনা গেজেট/এমএম