ফুলতলায় চালককে মারপিট ও জখম করে ইজিবাইক ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ সাতক্ষীরা থেকে আঃ রহমান (২৪) কে গ্রেপ্তার করে। শুক্রবার গ্রেপ্তারকৃত আঃ রহমান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে।
পুলিশ জানায়, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ^জিত মুখার্জীর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর এলাকা থেকে আঃ রহমানকে গ্রেপ্তার করে। সে সাতক্ষীরা ইটাগাছা গ্রামের মৃতঃ আঃ সাত্তারের পুত্র। শুক্রবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রওনক জাহান এর খাস কামরায় আঃ রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্রসঙ্গতঃ ১মে রাত আনুমানিক ৮টার দিকে রাজঘাট বাসস্টান্ড থেকে অজ্ঞাত ৪ ব্যক্তি ফুলতলার জামিরা বাজারের উদ্দেশ্যে দুইশত পঞ্চাশ টাকা ভাড়ার চুক্তিতে রাজু আহমেদ নামে এক ইজিবাইক চালককে ভাড়া করে নিয়ে যায়। ফুলতলার ঢাকুরিয়া গ্রামে জনৈক মিজানুর রহমানের মৎস্য ঘেরের কাছে পৌছালে গাড়ীতে থাকা যাত্রীরা ইজিবাইক থামিয়ে চালক রাজু আহমেদকে বেধড়ক মারপিট ও মাথায় ইটের আঘাতে গুরুতর জখম করে ওই ঘেরের পানিতে ফেলে দিয়ে তার ইজিবাইক নিয়ে অভয়নগরের ভুলাপোতা সড়কের দিকে চলে যায়। এ সময় রাজু আত্মচিৎকারে এলাকাবাসি ধাওয়া করে ইজিবাইকসহ এক ব্যক্তিকে ধরে ফেললেও বাকি ৩ ব্যক্তি পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীরর গনপিটুনীতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ ব্যাপারে ইজিবাইক চালক রাজু আহমেদের পিতা অভয়নগরের গুয়াখোলা গ্রামের আঃ হালিম বাদি হয়ে জিয়ারুলসহ অজ্ঞাত আরও ৩ ব্যক্তিকে আসামী করে ফুলতলা থানায় মামলা করেন।
খুলনা গেজেট/কেডি