আগামী ৩০মে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ৪দিনের কর্মসুচির ১দিন কমিয়ে ৩দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ঘূর্নিঝড় রেমাল এর তান্ডবের কারণে একদিনের কর্মসূচি কমানো হয়েছে বলে বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথম দিন: ৩০ মে (বৃহস্পতিবার) মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, সাড়ে ১০টায় ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ১১টায় সদর থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, পরপরই মহানগরী সকল থানা, ওয়ার্ড, ইউনিয়নে দোয়ামাহফিল ও খাবার বিতরণ। দ্বিতীয় দিন ঃ ৩১ মে (শুক্রবার) জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বইমেলা । তৃতীয় দিনঃ ২ জুন (রবিবার) বিকাল ৩টায় স্বাস্থ্য ও শিক্ষাখাতে শহীদ জিয়া বীর উত্তম এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসুচি সফল করতে খুলনা মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
খুলনা গেজেট/কেডি