বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় বৈঠাহারা সমবায় সমিতির অফিসে চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বৈঠাহারা সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বৈঠাহারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

সমিতির প্রিন্সিপাল অফিসার মৃনাল কান্তি রায় জানান, প্রতিদিনের ন্যায় সমিতির যাবতীয় হিসাব নিকাশ সেরে সন্ধ্যায় ক্যাশিয়ার সহ বাড়িতে যাই। ঘটনার রাতে কে বা কারা সমিতি ঘরের অফিসের গ্রিল কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সের ড্রয়ের তালা ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে আমি সহ ক্যাশিয়ার তিয়াংকর মন্ডল এসে দেখি ড্রয়ের তালা ভাঙা এবং গচ্ছিত সত্তর হাজার টাকা নেই।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। খবর পেয়ে মাগুরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন