একান্ত অনুভবে এবাদতে, আরাধনায় – প্রভু তুমি আমার
হৃদয়ে জাগ্রত সদাই।
তোমার অসীম দয়ায়, রহমতে, বরকতে শুধু শান্তির
বার্তা পাই, হালাল রুজী খাই।
খুঁজে ফিরি অনেক স্মৃতি, অতীত, অনাড়ম্বর, সংযত
জীবনাচরণ নিজেকে গড়ে তুলি।
বাবা-মায়ের সোহাগ, আদর স্নেহে,
রাসূলের (সা:) আদর্শে জীবনযাপন, হৃদয়মনে,
শতো আকুলি, শতো, বাসনা মকছুদ দ্বীলই।
সবুজ বৃক্ষছায়ায় তীব্র তাপদাহে, শান্তি শীতলতায়
দেহের ঘাম ঝরি। উত্তাপে, দয়াময় প্রভু তোমার নাম
শুধু বারবার স্মরণ করি।
আমার সাধনায়, আত্নশুদ্ধিই সকল শোকর গুজারি।
কায়িক শ্রমে, হালাল রুজীতে পৃথিবীতে শান্তি সুখ
খুঁজে ফিরি – শতোবার –
জীবনের এবাদত-বন্দেগী মিনতি বেশুমার।
আল-কুরআনের জ্ঞান অন্বেষায়, হৃদয়ের তাকদ,
শক্তি, অর্জন করি, উন্নত জীবন গড়ি।
নবীজির (সা:) প্রতি শ্রদ্ধা, ভালবাসা, প্রেমে সদা যেন
জীবন ত্যাগে আলোকোজ্জ্বল করি|
সকল চাওয়া-পাওয়ায় তোমার রহমতে, ইচ্ছায়
হৃদয়ে, এবাদতে পুন্য গড়ি।
লেখক: সাবেক পরিচালক, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন