যুক্তরাষ্ট্রের বিপক্ষে একপেশে টি-২০ সিরিজের আশা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে তারা। তিন বল থাকতে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত ব্যাটারদের পাশাপাশি পেস বোলারদের দায় দিয়েছেন। তার মতে, পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্রকে ম্যাচ জেতানো ক্রিকেটার হারমিত সিংয়ের মতে, বোলিংয়ের পরিকল্পনায় ভুল করেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজ জোড়া উইকেট তুলে নেন। যুক্তরাষ্ট্র ১২ ওভারে ৭৯ রানে ৪ উইকেট হারায়। ফিজ তার প্রথম ২ ওভারে দেন মাত্র ৯ রান। ওই ওভারটি তিনি বাতাসের বিপরীতে করেছিলেন। বাঁ-হাতি পেসার ওই ওভারে ৭ রান দিলেও ওয়াইড-বাই রানই বেশি এসেছিল।
যুক্তরাষ্ট্র ভেবেছিল মুস্তাফিজ তার বাকি দুই ওভারও বাতাসের উল্টো দিক থেকে করবেন। এমনকি তখন শরিফুলেরও দুই ওভার বাকি ছিল। কিন্তু অধিনায়ক নাজমুল শান্ত ১৭তম ওভারে মুস্তাফিজকে বাতাসের পক্ষে অর্থাৎ যেদিক থেকে বাতাস ছিল ওই প্রান্ত থেকে বোলিংয়ে আনেন।
যার অর্থ ফিজকে ১৯তম ওভারও করতে হতো বাতাসের পক্ষে। নয়তো ওই ওভারটি স্পিনারকে দিয়ে করাতো হতো। অন্য দিকে স্পিনসহ দুই ওভার করতে হতো বাতাসের বিপরীতে। ওখানেই সুযোগটা নিয়েছে যুক্তরাষ্ট্র। মুস্তাফিজের পরের দুই ওভার থেকে যথাক্রমে ১৭ ও ১৫ রান তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচ শেষে হারমিত সিং বলেন, ‘আমরা ভেবেছিলাম ফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন তাকে বাতাসের অনুকূলে বোলিং করতে দেখলাম, আমি অন্য প্রান্তের (বাতাসের বিপরীতে) একটা ওভার থেকে ২০ রানও নেওয়া সম্ভব এমন বিশ্বাস তৈরি করে ফেলি। তারা হয়তো আমাদের হালকাভাবে নিয়েছিল, যে কারণে তাদের অন্য প্রান্তে (বাতাসের বিপরীতে) কোন বোলার ছিল না।’
খুলনা গেজেট/এমএম