ও স্যার! সজীব কলম নেছে
নেছে রুবেল খাতা
ও স্যার! মহিদ গাছে উইডডা
ভাঙ্গে গাছের পাতা।
ও স্যার হোনেন! সাওন কিন্তু
লাফ যে দেছে খালে
সুমন ছ্যামরা হুদাহুদি
মারছে চোপাড় গালে।
না কইয়া স্যার চইললা গেছে
ফোরের চালাক রবি
মানিক কাটছে বেলেট দিয়া
বাংলা বইয়ের ছবি।
আমার হাতে কামড় দেছে
বোগদা রইচ মোল্লা
ও স্যার! অংকে আশি পাইছি
রুমা পাইছে গোল্লা।
শিরিন দ্যাহেন আমার গায়ে
ছ্যাপ যে পাক্কা মারে
ফাইভের রাকিব গাছের লকট
না কইয়া স্যার পাড়ে।
শত নালিশ যায় শোনা ভাই
শিশুদের ওই মুখে
কচি মুখের মিষ্টি কথায়
মন ভরে যায় সুখে।
খুলনা গেজেট/এনএম