বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চুকনগর বধ্যভূমিতে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের পুষ্পমাল্য অর্পণ

গেজেট ডেস্ক

ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা দিবস’ উপলক্ষে সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।

এ সময় খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও ডাঃ সামছুল আহসান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপংকর নাগ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন