চোটের কারণে আগের ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে নামতে পারেননি লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে ফ্লোরিডার ক্লাবটি জয়বঞ্চিত থাকায় একটি সংবাদমাধ্যমে শিরোনাম করেছিল এমন– ‘নো মেসি, নো পার্টি।’ শঙ্কা ছাপিয়ে মেসি ফিরতেই ফের মায়ামির পার্টি শুরু হয়ে গেছে। যদিও ডিসি ইউনাইটেডের বিপক্ষে আজ (রোববার) সকালে কষ্টসাধ্য জয় পেয়েছে মায়ামি।
মায়ামির চেজ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত হওয়ায় ম্যাচটি শুরু হয়েছিল দেরিতে। এরপর মাঝপথেও হানা দেয় বৃষ্টি। এর মাঝে কিছুটা খেই হারালেও, ম্যাচজুড়ে দাপট ছিল স্বাগতিক গোলাপি জার্সিধারীদের। তবুও ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে বলে মনে হচ্ছিল। পরবর্তীতে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমক দেখান লিওনার্দো কাম্পানা। তার একমাত্র গোলেই ১–০ ব্যবধানে জয় নিয়ে মেসিবাহিনী মাঠ ছাড়ে।
খুলনা গেজেট/এনএম