খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

কুয়েটে “অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘‘(অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট)” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অফ এনভারমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ডের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান।
এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: হাসান আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উক্ত ট্রেনিংয়ে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ম্যানেজমেন্ট, ফায়ার সেফটি এবং একুশ শতকের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। তাছাড়া, যেকোন ধরনের প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় একজন প্রকৌশলী কীভাবে নিজের দক্ষতা প্রমাণ করে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় এবিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি, রানা প্লাজা, বেইলিরোডের মর্মান্তিক দূর্ঘটনাসহ বিভিন্ন আন্তর্জাতিক দূর্ঘটনাসমূহ বিশ্লেষণপূর্বক ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে উক্ত ট্রেনিংয়ে গুরুত্ব আরোপ করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে পেশাগত সনদ প্রদান করা হয়। এই ধরনের কার্যকরী ও যুগোপযোগী কারিগরী প্রশিক্ষণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করে এবং এসকল প্রকৌশলীগণ আগামীর স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!