খুলনা, বাংলাদেশ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২ জুন, ২০২৪

Breaking News

  কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় হাজিরা দিতে আদালতে ড. ইউনূস
  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ নিহত ২

২২ বলে টেনেটুনে ২১ রান করে আউট তানজিদ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেই নাজেহাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলের। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ।

৪.৪ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৯ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। তাদের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে টানা অফ ফর্মে রয়েছেন লিটন কুমার দাস। গত দুই ম্যাচে ১ ও ২৩ রানে আউট হওয়া লিটন আজ বোল্ড হলেন ১৫ বলে মাত্র ১২ রান করে।

দলীয় ৬০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ৮ ও ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!