বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেটিআরইউ-এর আহবায়ক কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়লো

গেজেট ডেস্ক

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা মোহনা টিভি’র খুলনাস্থ ব্যুরো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে সদস্য সচিব মো. বাবুল আকতারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এটিএন বাংলার বিভাগীয় প্রধান এস এম হাবিব, সংগঠনের সাবেক সভাপতি সুনীল দাস, সাবেক সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের খুলনা ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, চ্যানেল আইয়ের খুলনা ব্যুরো প্রধান ডানিয়েল সুজিত বোস, গাজী টিভির ব্যুরো প্রধান মো. লিয়াকত হোসেন, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান,আনন্দ টিভির খুলনার ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন ও বাংলা টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম।

সোমবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহের মধ্যে পবিত্র মাহে রমজান, পবিত্র ঈদুল ফেতর, প্রাকৃতিক উত্তপ্ত আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আহবায়ক কমিটির মেয়াদ আরো ০২ (দুই) মাস বাড়ানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।- খবর বিজ্ঞপ্তির ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন