বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সিপিবি খুলনা মহানগর কাউন্সিল : শাহাদাৎ সভাপতি, নিত্যানন্দ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর সিপিবির কাউন্সিলে  এইচ এম শাহাদাৎ সভাপতি এবং অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার দলটির সম্মেলন ও কাউন্সিল শেষে রাতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, রঙ্গলাল মৃধাকে সম্পাদকমন্ডলীর সদস্য মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজানুর রহমান বাবু, এড. মোঃ বাবুল হাওলাদার, ডা. এস এম ফরিদুজ্জামান, সৈয়দ লুৎফুল হক মিঠু, তোফাজ্জেল হোসেন, পলাশ দাশ, মোস্তাফিজুর রহমান রাসেল, অধ্যাপক সঞ্জয় সাহা, জাহানারা আক্তারী, রেখা কুণ্ডু, মাহফুজুর রহমান মুকুল, সাইদুর রহমান বাবু, ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, সৈয়দ রিয়াতসাত আলী রিয়াজ, জোবাইদা খানম।

এর আগে বিকেল সাড়ে ৪টায় খুলনা মহানগরীর গোলকমনি শিশু পার্কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন